দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ভোলা প্রতিনিধি
- ০২ জুন ২০২৩, ২১:৫২
ভোলার দৌলতখানে শুক্রবার দুপুরে মহিন (৫) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
সে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির হাসনাইনের ছেলে।
স্বজনরা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে নিহতের মা সুরমা বেগম ঘরে দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মহিন সবার অগোচরে বাড়ির সামনে চলে যায়। সাড়ে ১২টার দিকে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে কুয়ার পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। কুয়া থেকে তুলে দ্রুত দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দৌলতখান থানান ওসি মো: জাকির হোসেন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ নেই। শিশুটির লাশ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে গেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা