২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ভোলায় চেতনানাশক খাইয়ে তাবলিগি মুসল্লিদের টাকা লুট

ভোলায় চেতনানাশক খাইয়ে তাবলিগি মুসল্লিদের টাকা লুট - ছবি : নয়া দিগন্ত

বরিশালের ভোলায় খাবারের সাথে চেতনানাশক খাইয়ে তাবলিগের ১২ মুসল্লির কাছ থেকে টাকা লুট করা হয়েছে।

শুক্রবার (২ জুন) সকালে চেতনানাশকের প্রভাবে গুরুতর অসুস্থ ১২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল কাদের নামের এক মুসল্লি জানান, দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লা ও বগুড়া থেকে ১৫ জন মুসল্লি বুধবার রাতে ভোলার একটি মসজিদে অবস্থান করেন। পরে তারা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের ফয়েজুর রহমান মাস্টার বাড়ি জামে মসজিদে অবস্থান নেন। সেখানে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন।

তিনি জানান, শুক্রবার ভোরের ওই মসজিদের ইমাম-মুয়াজ্জিন নামাজ পড়ার জন্য ডাকলেও গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তারা। পরে একজন মুসল্লি কিছুটা সুস্থ হলে তার সহযোগিতায় সবাইকে হাসপাতালে নেয়া হয়।

তাদের দাবি, খাবারের সাথে চেতনানাশক খাইয়ে প্রায় এক লাখ টাকা নিয়ে গেছে।

ভোলা মডেল থানার অফিসার (তদন্ত) মো: আব্দুল আল মামুন জানান, পুলিশের একটি টিম হাসপাতাল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement

সকল