২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভাণ্ডরিয়া পৌরসভা গঠনের ৮ বছর পরে নির্বাচনী তফসিল ঘোষণা

ভাণ্ডরিয়া পৌরসভা গঠনের ৮ বছর পরে নির্বাচনী তফসিল ঘোষণা। - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা গঠনের আট বছর পর পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩১ মে) দুপুরে নির্বাচন কমিশনের উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়। একই সাথে জেলার মঠবাড়িয়া পৌরসভাসহ দেশের আটটি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন এবং প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। ভোট গ্রহণ অনিষ্ঠিত হবে ১৭ জুলাই। ঘোষিত তফসিলের আট পৌরসভার মধ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, চাঁদপুরের মতলব উত্তর, কুমিল্লার দেবিদ্বার, যশোরের শার্শা, চট্রগ্রামের চন্দনাইশ, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় একই দিনে ভোট অনুষ্ঠিত হবে।

বর্তমানে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধর ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, ভাণ্ডারিয়া ৬ নম্বর সদর ইউনিয়ন বিলপ্ত করে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া সদরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।


আরো সংবাদ



premium cement