২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুর থেকে আমরা শিক্ষা নিয়েছি : নাসিম

বক্তব্য দিচ্ছেন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, ‘গাজীপুরের নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আরো অনেক কিছু আমাদের জানার আছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নগরীর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বরিশাল মহানগর ও জেলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলা যুবলীগের নেতাদের সমন্বয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। আমরা জানি এই নির্বাচনে (গাজীপুর সিটি নির্বাচন) জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আমরা জনগণের ভোটে পরাজিত হইনি। আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে। আমরা হেরেছি বিশ্বাসঘাতকদের কাছে। আমরা গাজীপুর থেকে সতর্ক হয়ে বরিশালে বিজয়ী হতে নির্বাচনী কৌশল পাল্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভোটারের কাছে যাব। সরকারের উন্নয়নের কথা বলে নৌকায় ভোট দিতে বলব।

বাহাউদ্দিন নাসিম আরো বলেন, ‘আমাদেরকে শপথ নিতে হবে। বিশ্বাসঘাতকদের বিপক্ষে আমরা সকল সময়ে স্বোচ্চার থাকব, ঐক্যবদ্ধ থাকব। যেকোনো মূল্যে বিশ্বাসঘাতকদের দাঁতভাঙা জবাব বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে আমরা দিতে চাই। আমরা বলে যেতে চাই, আমরা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে উন্নয়নের ধারাবাহিকতাকে, গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। ব্যাংক লুটেরা ঋণ খেলাপীদের আমরা প্রত্যাখ্যান করেছি। জাতিরপিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোনো দুর্নীতিবাজদের জায়গা নেই’।

যুবলীগের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যুবলীগের কর্মীরা ওয়ার্ড ভিত্তিক নয় কেন্দ্র ভিত্তিক প্রচারণা চালাতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে’।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সভার সঞ্চালক কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস প্রমুখ।


আরো সংবাদ



premium cement
‘মুসলিমদের সম্পদ পুনর্বণ্টন’ অভিযোগ মোদির, এফআইআর সিপিএমের প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ

সকল