১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

‘জনসমর্থন থাকলে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছাড়ুন’

বরিশালে ১০ দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রা। - ছবি : নয়া দিগন্ত

বরিশালে বিএনপি নেতারা বলেছেন, ‘সরকার যদি এতই উন্নয়ন করে থাকে, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কিসের? জনসমর্থন থাকলে জনগণকে বিশ্বাস করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছাড়ুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে প্রমাণ হবে কী উন্নয়ন করেছেন।’

রোববার (২৮ মে) বরিশাল বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি বাস্তবায়নের অনুষ্ঠিত পদযাত্রায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তারা যদি দেশের মানুষের মঙ্গল চেয়ে থাকেন, তাহলে অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের কাতারে এসে দাঁড়ান। যোগ্য হলে জনগণই আপনাকে আবার ক্ষমতায় আনবে। কিন্তু উন্নয়নের নামে লুটপাট, নৈরাজ্য চালিয়ে দেশটাকে জিম্মি করে রেখেছেন। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।’

বক্তারা নেতাকর্মীদের একদফা আদায়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

পদযাত্রাটি সদররোড থেকে শুরু হয়ে ফজলুল হক অ্যাভিনিউ, লঞ্চঘাট, বান্দরোড প্রদক্ষিণ করে শেষ হয়।


আরো সংবাদ



premium cement