বরগুনায় নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ২৭ মে ২০২৩, ২৩:০২

বরগুনার বেতাগী উপজেলায় নদী থেকে জাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বিষখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
জাহানারা বেগম উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকুলতলী গ্রামের হারুন হাওলাদারের স্ত্রী।
কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: সালাউদ্দিন মাহমুদ সুমন বলেন, ‘লাশটি ভাসতে দেখে স্থানীয়রা আমাকে ও থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। আগামীকাল (রোববার) সকালে লাশটি জেলা সদরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা