২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সর্বোচ্চ ভোট পেয়ে আমরা বিজয়ী হবো : ফয়জুল করীম

- ছবি: নয়া দিগন্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, গণসংযোগের সময় মানুষ যেভাবে আমাকে আশ্বস্ত করছে তাতে আমার মনে হচ্ছে মানুষ ভোট দেয়ার সুযোগ পেলে সর্বোচ্চ ভোট পেয়ে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ।

শনিবার দুপুরে নগরীর বাংলাবাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গণসংযোগকালে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর কারণে আমরা ফলাফল হাতে পাবার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। কে আওয়ামী লীগ, কে বিএনপি কিংবা কে জাতীয় পার্টি সেটা আমাদের দেখার বিষয় নয়, বরং বরিশালের সকল ভোটারই আমার দাওয়াতের আওতাভুক্ত। আমি সবার কাছেই হাতপাখার দাওয়াত নিয়ে হাজির হবো এবং নগরবাসীকে ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হয়ে হাতপাখায় ভোট দেয়ার অনুরোধ করবো।

ফয়জুল করীম নগরবাসীর উদ্দেশে বলেন, পূর্ব অভিজ্ঞতার কারণে নির্বাচন কমিশনের ওপর সুষ্ঠু ভোট নিয়ে আমাদের শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ ২০১৮ সালে বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি, সকাল ১১টার মধ্যেই সকল কেন্দ্র দখল করে নিয়েছিল আওয়ামী লীগ। সুতরাং এ বার যাতে ভোটে কারচুপির সুযোগ না পায় সেক্ষেত্রে নগরবাসীকে সজাগ থাকতে হবে।

বিকেলে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড নগর ভবন এলাকা, রসুলপুর কেন্দ্রীয় মসজিদ, ১০ নম্বর ওয়ার্ড কেডিসি, শিল্পকলা অ্যাকাডেমি এবং ২৭ নম্বর ওয়ার্ড সোনামিয়ার পোল এলাকায় গণসংযোগ করেন।


আরো সংবাদ



premium cement