২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কুয়াকাটায় ডুবে যাওয়া ২ পর্যটককে উদ্ধার

কুয়াকাটায় ডুবে যাওয়া ২ পর্যটককে উদ্ধার। - ছবি : নয়া দিগন্ত

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ডুবে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুরে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আগত মো: রাশিক (২৭) ও মো: মেজবাহ উদ্দিন তালুকদার (২৮) কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নামলে সাঁতার না জানায় কিনারা থেকে ভেসে বেশ দূরে চলে যান। তারা হাতের ইশারায় সাহায্য চাইলে স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্বারকর্মী লিটন, ফেরদৌস, রাব্বানীসহ ওয়াটার-বাইকে নিয়ে তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। তাদের উদ্ধার করে তুলাতলি সরকারি হাসপাতালে পাঠানো হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম বলেন, ঢাকা থেকে ঘুরতে আসা সাঁতার না জানা দুই পর্যটক সৈকতে গোসলে নেমে ডুবে যাওয়া অবস্থায় হাতের ইশারায় সাহায্য চাইলে কর্তব্যরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা স্থানীয়দের নিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তারা এখন সুস্থ আছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement