২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কাউখালীতে কীটনাশক খেয়ে ২৩২টি ডিম পাড়া হাঁসের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরে কাউখালীতে কীটনাশক খেয়ে ২৩২টির ডিম পাড়া হাঁসের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) ভোররাতে কাউখালী উপজেলার জব্দ কাটি গ্রামে ওই হাসগুলো মারা যায়। এর আগে শুক্রবার জমিতে কীটনাশক প্রয়োগ করা হয়।

জানা গেছে, জব্দ কাটি গ্রামের কৃষক কাদের শেখ কাউকে না জানিয়ে তার জমিতে শুক্রবার (২৬ মে) কীটনাশক প্রয়োগ করেন। ওই জমিতে পূর্ববেতকা গ্রামের চাষি ও হাঁসের খামারের মালিক দিলু খানের প্রায় ৩০০টি হাঁস কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তার ভেতরে ২৩২টি ডিম পারা হাঁস মারা যায়।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল হোসেন খান জানান, কৃষক তার জমিতে কীটনাশক দিয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো ওই জমির কীটনাশক খেয়ে হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ে এবং ২৩২টি হাঁস মারা যায়। কৃষক ইচ্ছা করে হাঁস মারেনি। পুলিশ তদন্ত করেছে। আমরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছি।


আরো সংবাদ



premium cement