বেতাগী যাচ্ছেন মির্জা ফখরুল
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ২১ মার্চ ২০২৩, ১২:৩০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৩টায় বরগুনার বেতাগীতে যাচ্ছেন। তিনি উপজেলার মোকানিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন নূরজাহান আইডিয়াল গার্লস স্কুল ও কৃষি কলেজ উদ্ধোধন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিবের বেতাগীতে আগমন দলীয় কোনো কর্মসূচি নয়। উপজেলার মোকামিয়া ইউনিয়নের বাসিন্দা জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবিরের প্রতিষ্ঠিত নূরজাহান আইডিয়াল গার্লস স্কুল ও কৃষি কলেজ উদ্ধোধন করবেন। এ সময় দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
এ বিষয় বেতাগী পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো: জাকির হোসাইন বলেন, মহাসচিবের বেতাগীতে আগমন দলীয় কোনো কর্মসূচি নয়। তবে দলীয় কর্মসূচি না হলেও কলেজ উদ্ধোধনকালে স্থানীয় সুধী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা