২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

পাথরঘাটায় ২টি মৃত হরিণ উদ্ধার

পাথরঘাটায় ২টি মৃত হরিণ উদ্ধার। - ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কের বন থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা।

সোমবার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১২টার দিকে হরিণঘাটা বনাঞ্চলের জ্বিনতলা এলাকার দক্ষিণ দিকের গহীন বন থেকে হরিণ দুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, হরিণঘাটা বনের জ্বিনতলা এলাকা থেকে দক্ষিণে বনের গহীন থেকে দুটি মৃত হরিণ দেখতে পায় স্থানীয়রা। পরে বনবিভাগের কর্মকর্তাদের জানালে তারা বনের ভেতরের খালের পাড় থেকে হরিণ দুটি মৃত অবস্থায় উদ্ধার করে। পরে সন্ধ্যার দিকে পাথরঘাটা বনবিভাগের অফিসে নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, কিছু অসাধু জেলে খালে বিষ দিয়ে মাছ শিকার করে। সম্ভবত হরিণ দুটি সেই খাল থেকে পানি পান করায় মারা গেছে।

বনবিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মুহিদুর রহমান জয় জানান, পাথরঘাটায় মুসলধারায় বৃষ্টি হওয়ায় বনের ভেতর থেকে খুঁজে বের করতে একটু সময় লেগেছে। হরিণ দুটি বনের ভেতরে খালের পাড়ে একটি থেকে অপরটি ২০ হাত দূরত্বে পাওয়া গেছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, হরিণ দুটির মৃত্যুর কারন উদঘাটনের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলে কারণ জানা যাবে। এছাড়া বনবিভাগের আইন অনুযায়ী হরিণগুলোর চামড়া ও শিং সংরক্ষণ করা হবে। শরীরের বাকি অংশ কেরোসিন দিয়ে মাটির নিচে পুতে ফেলা হবে।


আরো সংবাদ



premium cement
ছোট পরিসরে হলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউকে সিইসির চিঠি ঈশ্বরদীতে বিয়ের দাওয়াত খেয়ে বরযাত্রীসহ শতাধিক অসুস্থ ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি চন্দনাইশে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন আহত সখীপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত অভিবাসন ইস্যুতে জার্মানির ওপর ক্ষুব্ধ ইতালি বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

সকল