২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯, ৩ রমজান ১৪৪৪
`

ইঞ্জিন বিকল হয়ে ভারতে ৬ মাস কারাভোগ, অবশেষে দেশে ফিরলেন পাথরঘাটার ১১ জেলে

ছয় মাস পর জেলেদের ফিরে আসার খবরে স্বজনদের মাঝে আনন্দ বইছে - ছবি : নয়া দিগন্ত

 

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দেশের জলসীমা অতিক্রম করায় আটক হওয়া বরগুনার পাথরঘাটার এফবি ফাতেমা নামে এক ট্রলারের ১১ জেলে দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর অতিক্রম করেছে জেলেরা। দীর্ঘ ছয় মাস পর নিজ মাতৃভূমিতে ফিরে আসলো তারা।

ফিরে আসা জেলেরা হলেন- মো: আলী হোসেন, মো: সামছুল হক, আব্দুল জলিল মিয়া, মো: নবী হোসেন লিচ, মো: খলিল মীর, ফারুক মীর, মো: মুছা, মো: রুবেল, মো: রুস্তম, মো: হারুন ও হাফিজুর রহমান। তাদের সকলের বাড়ি বরগুনার পাথরঘাটায়।

এর আগে সোমবার (১৫ আগস্ট) ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেন সেখানের স্থানীয় জেলেরা। পরে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য একাধিকবার ভারতে গিয়েছি। বেশ কয়েকবার নিরাশ হয়ে ফিরে এসেছি।

তিনি আরো বলেন, বাংলাদেশী জলসীমা অতিক্রম করায় ওই দেশের আদালত ১১ ছেলেকে ছয় দিনের কারাণ্ডাদেশ দেন। কিন্তু ছয় দিনের কারাণ্ডাদেশে থাকলো ছয় মাস। আজ বিকেল নাগাদ তারা বাড়িতে পৌঁছবে।

এ দিকে ছয় মাস পর জেলেদের ফিরে আসার খবরে বাড়িতে স্বজনদের মাঝে আনন্দ বইছে।

জানা যায়, গত ১১ আগস্ট এফবি ফাতেমা ট্রলারটি নিয়ে ১১ জেলে সাগরে মাছ ধরাতে যান। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন চরদুয়ানী ইউনিয়নের সামছুল হক। এর দুই দিন পর গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর তারা ভাসতে ভাসতে বাংলাদেশী জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। পরে স্থানীয় জেলেরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে পর দিন একটি আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয়।


আরো সংবাদ


premium cement
অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায় যেভাবে পোল্ট্রির বাজার নিয়ন্ত্রণে নিচ্ছে করপোরেট কোম্পানিগুলো স্বাধীনতা দিবসে বিজয়ী লাল দল বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার পরীক্ষা করা ৫৬ নদীর সবকটিই অতিমাত্রায় দূষিত, ৩টির অবস্থা ভয়াবহ ‘সিতারা-ই-ইমতিয়াজে’ ভূষিত হলেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা হানিফ জলান্ধরি (ভিডিও) টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া, মারা গেলেন বড় ভাই রাজনগরে কাঁচা রাস্তা পাকার দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন সিরাজগঞ্জ সড়কে প্রাণ গেল সদ্যবিবাহিত পিটিআই কর্মকর্তার কৃচ্ছ্রতা, সংযম ও আত্মশুদ্ধির মাসে বৈপরীত্য যুক্তরাষ্ট্রে ভারতীয় সাংবাদিকের ওপর খালিস্তানিদের হামলা

সকল