২২ মার্চ ২০২৩, ০৮ চৈত্র ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪
`

কাউখালীতে ২ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার

কাউখালীতে ২ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়েছে। এতে দুই লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোর রাতে উপজেলার কচা নদীর বেকুটিয়ার পাড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।

জানা গেছে, অভিযান চলাকালীন কারেন্ট জাল, চরগড়াসহ প্রায় ৫০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।


আরো সংবাদ


premium cement