০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৭ জিলকদ ১৪৪৪
`

স্ত্রীর মামলায় গ্রেফতার আ.লীগ নেতা বহিষ্কার

বরিশালের মানচিত্র -

স্ত্রীর মামলায় গ্রেফতার হওয়ার সপ্তাহ খানেক পর বরিশাল মহানগর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফাইম হাসনাইন খান অর্ককে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বরিশাল মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসনাইন খান অর্ককে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। তাকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল।

উল্লেখ্য, বরিশাল নগরের ৯ নম্বর ওয়ার্ডের কাটপট্টি এলাকার বাসিন্দা সেলিম খানের ছেলে ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসনাইন খান অর্কের সাথে দু’বছর আগে নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা মুনিয়া শারমিন প্রিয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকার হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকায় বসবাস করতেন।

এ সময় পানির সাথে ওষুধ মিশিয়ে গর্ভের সন্তান নষ্ট করা, পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা এবং যৌতুকের টাকা দিতে অপরাগতা জানালে মারধর করে বাসা থেকে বের করে দেয়ার অভিযোগে গত ১৭ জানুয়ারি ঢাকার হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী অর্কের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী মুনিয়া শারমিন প্রিয়া।

মামলা পেয়ে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে মহাখালীর একটি বাসা থেকে অর্ককে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারের পর মামলার একমাত্র আসামি অর্ককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আরো সংবাদ


premium cement
সাত বছর পর সৌদি আরবে দূতাবাস খুললো ইরান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে : টুকু ফেরি করে বিদ্যুৎ বিক্রিওয়ালারা কোথায় গেলো : সালাম জিএমপির নতুন কমিশনার মাহবুব আলমের যোগদান ইনজুরি ও গরমের সাথে ভিসার টেনশন লাইটহাউজ প্রকল্পে দুর্নীতির অনুসন্ধানে দুদক ডিএনসিসির সব রাস্তা ও ফুটপাথে গাছ লাগানো হবে : মেয়র আতিক তেলাপোকা মারার স্প্রেতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় একজন গ্রেফতার পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড পিএইচডি ডিগ্রির সাথে স্কুল-কলেজের শিক্ষকদের কর্মক্ষেত্রের সামঞ্জস্য জরুরি বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সকল