০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বাগেরহাটে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলার সময় ছুরিকাঘাতে কিশোর নিহত

বাগেরহাটে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলার সময় ছুরিকাঘাতে কিশোর নিহত - নয়া দিগন্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলাকে কেন্দ্র করে ছুরির আঘাতে একটি কিশোর নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ‌‌১১টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে টুটুল হাওলাদার (১৬)।

গুরুতর আহত টুটুলকে এলাকাবাসী উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত মো. শাহজাহান আহমেদ জানান, শুক্রবার (০৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল পশ্চিম গুলিয়াখালী গ্রামের দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের ছেলে। এক বাক-প্রতিবন্ধী রুবেল (৩০) এই ঘটনার সাথে জড়িত বলে স্থানীয়রা জানান। টুটুল বাজারের খেলা দেখার জন্য গেলে একই গ্রামের আলমগীর সমাদ্দারের ছেলে রুবেল তার গলায় ধারাল ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্ব-শত্রুতার কারণে ঘটেছে। নিহত টুটুল হাওলাদারের লাশ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। ঘাতক রুবেলকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের 'গ্র্যাজুয়েশন সেরিমনি'তে রাশিয়ার রোসাটম থেকে ইউরেনিয়ামের নতুন ব্যাচ গ্রহণ ভারতে ভাঙল তিস্তার বাঁধ, লালমনিরহাটে হতে পারে ভয়াবহ বন্যা যারা নোবেল প্রত্যাখান করেছিলেন কিংবা পুরস্কার নিতে পারেননি ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার ধামরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন লক্ষ্মীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ মার্কিন ভিসানীতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের জন্যে ইতিবাচক বিশ্বনেতারা শেখ হাসিনার কাছে আসার জন্য হুমড়ি খেয়ে পড়েন : ইবি ভিসি রসায়নে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী বৃহস্পতিবার দুদকে যাবেন ড. ইউনূস : আইনজীবী শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

সকল