১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পিরোজপুরে সৌদি প্রবাসীসহ ১৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

-

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সৌদি প্রবাসীসহ বিএনপির ১৫০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন তার নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় তিনি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মাজেদুল কবির রাসেলেরও মুক্তির দাবি জানান।

এর আগে গত রোববার (৪ ডিসেম্বর) উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ মঠবাড়িয়া থানায় মামলাটি করেন।

বিএনপির সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ উদ্দিন রানা।

মামলার সূত্রে জানা গেছে, গত রোববার (৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে মামলার বাদিসহ পাঁচজন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিল। এ সময় অভিযুক্তরাসহ বিএনপি-জামায়াতের অজ্ঞাত আরো কিছু নেতাকর্মী সেখানে হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাঙচুর করে। পাশাপাশি উপস্থিত লোকদের হত্যার উদ্দেশে বোমা নিক্ষেপ করে। এ হামলায় মামলার বাদিসহ উপস্থিত অন্যরা আহত হয়।

জানা গেছে, মঠবাড়িয়ার ওই মামলায় ১০১ জনকে নামে এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে। ওই মালায় ১৬ নম্বর আসামি হিসেবে থাকা মঠবাড়িয়া পৌরসভার থানা পাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মো: সামসু মিয়ার ছেলে মো: জুয়েল (২৯) এবং একই এলাকার মৃত মোসলেম সরদারের ছেলে মো: নান্টু মিয়া (২১) সৌদি আরবে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

মামলার ১৭ নম্বর আসামি সৌদি প্রবাসী নান্টু মিয়া বলেন, আমি গত সাড়ে ৭ বছর ধরে সৌদিতে আছি। মামলার ১৬ নম্বর আসামি মো: জুয়েল বলেন, গত ৯ বছর ধরে আমি সৌদিতে আছি।

মামলার বাদি মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদের কাছে মোবাইল ফোনে মামলার ১৬ ও ১৭ নম্বর আসামি সৌদি প্রবাসী হয়েও কিভাবে বোমা হামলার সাথে জড়িত জানতে চাইলে তিনি জানান, তারা সৌদি প্রবাসী হলেও এ ঘটনার সাথে জড়িত আছেন। সেখানে বসে আজ (৫ ডিসেম্বর) আমাকে হুমকি দিয়ে ক্ষুদেবার্তা পাঠিয়েছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার জানান, মামলাটি পুলিশের পক্ষ থেকে করা হয়নি। মামলাটির বাদি উপজেলা যুবলীগের নেতা মোল্লা আবুল কালাম আজাদ।


আরো সংবাদ



premium cement
‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো?

সকল