২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ২০ শাবান ১৪৪৩
`

পিরোজপুরে সৌদি প্রবাসীসহ ১৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

-

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সৌদি প্রবাসীসহ বিএনপির ১৫০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন তার নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় তিনি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মাজেদুল কবির রাসেলেরও মুক্তির দাবি জানান।

এর আগে গত রোববার (৪ ডিসেম্বর) উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ মঠবাড়িয়া থানায় মামলাটি করেন।

বিএনপির সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ উদ্দিন রানা।

মামলার সূত্রে জানা গেছে, গত রোববার (৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে মামলার বাদিসহ পাঁচজন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিল। এ সময় অভিযুক্তরাসহ বিএনপি-জামায়াতের অজ্ঞাত আরো কিছু নেতাকর্মী সেখানে হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাঙচুর করে। পাশাপাশি উপস্থিত লোকদের হত্যার উদ্দেশে বোমা নিক্ষেপ করে। এ হামলায় মামলার বাদিসহ উপস্থিত অন্যরা আহত হয়।

জানা গেছে, মঠবাড়িয়ার ওই মামলায় ১০১ জনকে নামে এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে। ওই মালায় ১৬ নম্বর আসামি হিসেবে থাকা মঠবাড়িয়া পৌরসভার থানা পাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মো: সামসু মিয়ার ছেলে মো: জুয়েল (২৯) এবং একই এলাকার মৃত মোসলেম সরদারের ছেলে মো: নান্টু মিয়া (২১) সৌদি আরবে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

মামলার ১৭ নম্বর আসামি সৌদি প্রবাসী নান্টু মিয়া বলেন, আমি গত সাড়ে ৭ বছর ধরে সৌদিতে আছি। মামলার ১৬ নম্বর আসামি মো: জুয়েল বলেন, গত ৯ বছর ধরে আমি সৌদিতে আছি।

মামলার বাদি মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদের কাছে মোবাইল ফোনে মামলার ১৬ ও ১৭ নম্বর আসামি সৌদি প্রবাসী হয়েও কিভাবে বোমা হামলার সাথে জড়িত জানতে চাইলে তিনি জানান, তারা সৌদি প্রবাসী হলেও এ ঘটনার সাথে জড়িত আছেন। সেখানে বসে আজ (৫ ডিসেম্বর) আমাকে হুমকি দিয়ে ক্ষুদেবার্তা পাঠিয়েছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার জানান, মামলাটি পুলিশের পক্ষ থেকে করা হয়নি। মামলাটির বাদি উপজেলা যুবলীগের নেতা মোল্লা আবুল কালাম আজাদ।


আরো সংবাদ


premium cement
আত্মশুদ্ধি পূর্ণতা পাক রমজানে ইফতারমুখি বাংলাদেশের রাজনীতি রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ ৭ জন গ্রেফতার টিকটক সিইও বনাম মার্কিন কংগ্রেসের মুখোমুখি হবার ৫টি গূরুত্বপূর্ণ মুহূর্ত বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই : ওবায়দুল কাদের প্রাণের বন্ধু সারস পাখিকে হারালেন আরিফ ম্যাক্রোঁ অনড়, ফ্রান্স জুড়ে বিক্ষোভ, ধর্মঘট, আগুন ফ্রন্টলাইন পরিদর্শনের পর যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জেলেনস্কির দাদির দেয়া কুরআনে হাত রেখে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবি বিচারক (ভিডিও) সিরিয়ায় মার্কিন হামলায় ৮ ইরানপন্থী যোদ্ধা নিহত

সকল