১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বজ্রপাত ঠেকাতে ১০ হাজার তালের বীজ রোপণ

বজ্রপাত ঠেকাতে ১০ হাজার তালের বীজ রোপণ - ছবি : নয়া দিগন্ত

প্রাকৃতিকভাবে বজ্রপাত ঠেকাতে ১০ হাজার তালের বীজ রোপণ কর্মসূচি শুরু করেছে ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম।

শুক্রবার বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা পৌর শহরের সম্ভবনাময় পর্যটনকেন্দ্র নিলিমা পয়েন্টে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। এর আগে গত বছর সাত হাজার তালের বীজ পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

এতে উপাস্থিত ছিলেন- উন্নয়ন ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী লায়ন আব্দুল করিম, সাধারণ সম্পাদক লায়ন এম নাসির উদ্দিন খান, মির্জা শহিদুল ইসলাম খালেদ ও মোহাম্মাদ জাকির হোসেন প্রমুখ।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ, তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিকও বজ্রপাত নিরোধে সহায়ক। তাই প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম এ কর্মসূচি পালন করছে।

উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট লায়ন আব্দুল করিম জানান, এ ফোরামের উদ্যোগে
ঢাকায় বসবাসরত পাথরঘাটার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অসহায়দের নিয়মিত দেখভাল করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল