পিরোজপুরে মাদককারবারির ১২ বছরের কারাদণ্ড
- পিরোজপুর প্রতিনিধি
- ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫০

পিরোজপুরে মো: কালাম (৪০) নামের এক মাদককারবারিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: নুরুল ইসলাম এ রায় ঘোষণা দেন।
কালাম জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রওশন আলীর ছেলে। এ সময় ইয়াবা রাখার দায়ে কালামকে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং গাঁজা রাখার দায়ে দু’বছরের কারাদণ্ড ও দু’হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ২৮ মে উপজেলার বড় মাছুয়ার স্টিমার ঘাট এলাকা থেকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮০০ পিস ইয়াবা ও গাঁজাসহ কালাম ও তার সাথে থাকা সাতজনকে আটক করে। আদালত ওই মামলার অন্য সাত আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা