২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বেতাগীর পৌর শহরসহ ও নিম্নাঞ্চল প্লাবিত

বেতাগীর পৌর শহরসহ ও নিম্নাঞ্চল প্লাবিত - ছবি : নয়া দিগন্ত

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীর পৌর শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার পাঁচ হাজার পরিবারের ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে গত কয়েকদিনের বর্ষণ ও পূর্ণিমার জোয়ারে বিষখালী নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পৌর শহরের বাজার ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে গত কয়েকদিন বর্ষণ ও পূর্ণিমার জোয়ারে বিষখালী নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে জোয়ারের সময় বিষখালী নদীর তীরবর্তী বেতাগী পৌর শহরের বাজার এলাকা তলিয়ে যায়। ভাটির টানে আবার পানি নেমে যায়। উপজেলার বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী, মোকামিয়া, চরখালী, ঝিঙাবাড়িয়া, বিবিচিনির দেশান্তরকাঠী, সদর ইউনিয়নের বাসন্ডা পুলের হাট, লক্ষ্মীপুরা, ভোলানাথপুর, হোসনাবাদের জলিশা, বদনিখালী, মায়ার হাট, মিরের হাট, সরিষামুড়ি ইউনিয়নের আকনে হাট ও মন্নানের হাট এলাকার পাঁচ হাজার পরিবারের ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সরিষামুড়ি ইউনিয়নের ষাটোর্ধ্ব আবুল কালাম বলেন, জোয়ারে পানি এলেও ভাটির সময় কমে যায়। নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকা কয়েক দিন ধরে তলিয়ে গেছে, এসব জায়গার পানি কমেছে না। ফলে তারা জোয়ারের সময় রান্নাও করতে পারছে না। এক রকম দুর্বিষহ জীবনযাপন করছে।

ঝোপখালী গ্রামের বাসিন্দা কাশেম আলী বলেন, 'পানিতে তলিয়ে থাকায় গরু, ছাগল ও হাঁস-মুরগি নিয়ে আমরা বিপাকে রয়েছি।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে মনিটরিং টিম কাজ করছে। কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পেলে মনিটরিং টিমকে সেখানে গিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement