২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চরফ্যাশনের নিখোঁজ জেলেদের সন্ধান মেলেনি চার দিনেও

চরফ্যাশনের নিখোঁজ জেলেদের সন্ধান মেলেনি চার দিনেও -

চরফ্যাশনে ইউসুফ মাঝির মালিকানাধীন ট্রলারডুবির ঘটনায় চার দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ৮ জেলের। এতে জেলে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে না পেয়ে হতাশায় রয়েছেন তারা। ট্রলারডুবির ঘটনায় ইউসুফ মাঝিসহ ৫ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো ৮ জেলের হদিস মিলছে না।

নিখোঁজ জেলেরা হলেন দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু পাটোয়ারীর ছেলে মো: রাছেল, ২ নম্বর ওয়ার্ডের মোকলেছুর রহমানের ছেলে মো: তছলিম, ৬ নম্বর ওয়ার্ডের মো: জাফরের ছেলে মো: ইসমাইল, ৮ নম্বর ওয়ার্ডের আ: মন্নান আখনের ছেলে আব্দুর রহমান আখন ও নাছির মাঝির ছেলে আব্দুল মন্নান, শশীভূষণ থানা রসুলপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদ মল্লিকের ছেলে নাজু, মো: আক্কেল আলী বেপারীর ছেলে মো: ছাদেক, ৯ নম্বর ওয়ার্ডের আবু হাওলাদারের ছেলে মো: জুয়েল।

নিখোঁজ জেলে ইসমাইলের মা শাহিনূর বেগম বলেন, আমার ছেলের ৩ ছেলে-মেয়ে রয়েছে। বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিন দিন হলো আমার ছেলের সন্ধান পাইনি। আমার বউ ও নাতি-নাতনিদের এখন কে দেখবে।


আরো সংবাদ



premium cement