২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : নিখোঁজ ২

-

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে গভীরে ২১ জেলেসহ দুটি ট্রলার ডুবিছে। এ ঘটনায় দু’জেলে নিখোঁজ রয়েছে।

সোমবার দিবাগত রাতে কুয়াকাটা থেকে অন্তত ৩৫ থেকে ৪০ কিলোমিটার গভীরে এ দুর্ঘটনা ঘটে।

এতে মো: সিদ্দিক (৫০) এবং সিরাজুল ইসলাম (৪৮) নামের দু’জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া বাকিদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার রাংগাবালী এলাকার এফ বি সুজন ও মৌডুবী এলাকার মো: আনোয়ার হোসেন হাওলাদারের নামবিহীন একটি ট্রলার গভীর সমুদ্রে যায়। পরে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মহিপুরের ইসমাইল হোসেন নামে এক ট্রলার মালিকের জেলেরা তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে আনোয়ার হোসেন নামে একজনকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের কুয়াকাটায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, বৈরী আবহাওয়ার কারণে বেশীর ভাগ ট্রলার আড়ৎ ঘাটে নোঙ্গর করে। ঢেউয়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।

আলীপুর ধুলাস্বর ফিসের মালিক মো: জাফর হাওলাদার, উদ্ধারকৃত জেলেদের সবাই সুস্থ রয়েছে । তবে ডুবে যাওয়া ট্রলার দুটি ঝুঁকি নিয়ে তীরে ফেরার সময় হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের কারণে এ দুর্ঘটনার শিকার হয়।

জেলে আনোয়ার হোসেন জানান, তীব্র বেগে বাতাস প্রবাহিত হওয়ার সাথে সাথে ট্রলারটি উল্টে যায়। এ সময় জেলেরা বয়া ধরা অবস্থায় ছিলেন, পরে অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

উল্লেখ্য, সাগরে তিন নাম্বার সর্তক সঙ্কেত অব্যাহত থাকায় শত শত মাছ ধরা ট্রলার উপজেলার মৎস্য বন্দর আলীপুর এবং মহিপুরের শিববাড়িয়া নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে ।


আরো সংবাদ



premium cement