১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নাজিরপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

নাজিরপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট - ছবি : নয়া দিগন্ত

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে শুরু হয়েছে পশু বেচা-কেনা। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে জমজমাট হয়ে উঠছে পশুর হাটগুলো। জেলার বিভিন্ন স্থান থেকে ট্রাক, নছিমন, করিমন, পিকাআপ ভর্তি আসছে গরু-ছাগল। ব্যস্ততা বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের।

মঙ্গলবার উপজেলার দীঘিরজান পশুর হাটে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম বেশি হওয়ায় বেশির ভাগ ক্রেতার চাহিদা মাঝারি ও ছোট আকৃতির গরু।

কোরবানির গরু কিনতে আসা ক্রেতা মো: মিজানুর রহমান ও কামরুজ্জামান বলেন, অধিকাংশ বিক্রেতাই গরুর দাম অনেক বেশি চাচ্ছেন। গত বছর যে সাইজের গরু কিনেছি ৮০ হাজার টাকায় এ বছর ঠিক ওই সাইজের গরুর দাম চাওয়া হচ্ছে ৯৫ থেকে এক লাখ ১০ হাজার টাকা। বাজারের সবচেয়ে বড় গরুর দাম হাকা হয়েছে চার লাখ টাকা।

গরু বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা এদিক-সেদিক হতে পারে। কারণ, এ বছরের গো-খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে অধিকাংশ ক্রেতাই গরুর দাম অনেক কম বলছেন।

উপজেলার দক্ষিণ বানিয়ারী থেকে বাজারের সবচেয়ে বড় গরু নিয়ে আসছেন মো: সওকত হোসেন খান। তিনি জানান, অন্য বছরের তুলনায় এবার ক্রেতারা গরুর দাম কম বলছেন। এখন পর্যন্ত বড় গরুর ক্রেতাই আসেনি। তবে ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে। আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে এই হাটের একপাশে উঠেছে ছাগল। এখনো ছাগল বিক্রি জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন, হাটে ছাগল আনা শুরু হয়েছে। আগামীকালের মধ্যেই বিক্রি জমে উঠবে বলেও আশা করছেন তারা।

নাজিরপুর উপজেলা প্রাণীসমম্পদ কর্মকর্তা মো: তরিকুল ইসলাম জানান, ‘এবার উপজেলার স্থায়ী-অস্থায়ী পশুর হাট বসবে মোট তিনটি। প্রতি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের লোকজন কাজ করছে।’


আরো সংবাদ



premium cement
সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রতিদ্বন্দ্বী আ'লীগ নেতাকে ইসির শোকজ বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র

সকল