২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইঞ্জিন বিকল, ৫ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

ইঞ্জিন বিকল, ৫ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড - ছবি: নয়া দিগন্ত

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ভাসমান ট্রলারসহ পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের মোহনা নিদ্রা ছকিনা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা সবাই বরগুনার তালতলী উপজেলার বড় অঙ্কুজান পাড়া এলাকার বাসিন্দা। তাদেরকে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে বলে জানান কোস্টগার্ড।

কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিন চালিত কাঠের তৈরি ট্রলারে পাঁচ জেলে বরশি দিয়ে মাছ শিকার করছিল। এ সময় ছকিনা এলাকায় ওই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। কয়েক ঘণ্টা পর কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ পাঁচ জেলেকে উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement