২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পটুয়াখালীতে খালে মাছধরা নিয়ে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ

পটুয়াখালীতে খালে মাছধরা নিয়ে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ - প্রতীকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি খালে মাছধরা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনীতে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, দুপুর ১২টায় নয়াভাঙ্গুনী সরকারি খালে মাছ ধরতে যায় ছোটবাশইদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলীর লোকজন। এ সময় তাদেরকে খালে মাছ ধরতে না দিয়ে তাড়িয়ে দেয় উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশান মৃধার লোকজন। পরে ২টার দিকে কামরুজ্জামান শিবলীর লোকজন এসে রওশান মৃধার লোকদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় দু‘পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে রওশান মৃধার কর্মী মিরাজ মুন্সি (৩০) ও রনি মুন্সি (২৮) গুরুতর আহত হলে তাদেরকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement