১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

রাজাপুরে বিএনপি-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০

রাজাপুরে বিএনপি-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০। - ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ছাত্রলীগ-বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এসআইসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাগড়ি এলাকায় ছাত্রলীগ এবং বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে রাজাপুর থানার এসআই মামুনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

জানা গেছে, বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে বিএনপি। এদিকে প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনও সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকাল থেকে নানা কর্মসূচি ঘোষণা করে। উভয় পক্ষ অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। পরে পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিচার্জ করে উভয় দলকে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


আরো সংবাদ



premium cement