২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

লালমোহনে ইউপি নির্বাচন : চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বামী-স্ত্রী-ভাই

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বামী-স্ত্রী-ভাই। - ছবি : সংগৃহীত

ভোলার লালমোহনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামী নৌকা প্রতীকে এবং স্ত্রী ও আপন ভাই স্বতন্ত্র প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরা হলেন- কালমা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মো: আকতার হোসেন, তার স্ত্রী রেহানা বেগম লাইজু ও আকতার হোসেনের ছোট ভাই মো: ইকবাল হোসেন ।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

একই পরিবারের তিনজনের প্রার্থী হওয়া নিয়ে কালমা ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা কি সত্যিই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকতার হোসেনের সহযোগী হিসেবে কাজ করবেন এ নিয়ে প্রশ্ন রয়েছে ইউনিয়নের সাধারণ জনগণসহ সচেতন মহলের ।

এ ব্যাপারে কালমা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আকতার হোসেন বলেন, যে যার মতো মনোনয়নপত্র দাখিল করেছে । বাকিটা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা। এছাড়াও কালমা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকমান হোসেন ও জাতীয় পার্টির সিরাজুল ইসলাম ।

এদিকে রমাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম মোস্তফার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আনোয়ার হোসেন রাব্বী, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোসলেহ উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক সফিউল আলম প্রিন্স ও ইসলামী যুব আন্দোলনের প্রার্থী মাওলানা ইমাম উদ্দিন শামিম।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার দুই ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৯৬ ও সংরক্ষিত নারী সদস্য ২২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন কালমা ইউনিয়নের ৩ জন ও রমাগঞ্জ ইউনিয়নের ১ জন সাধারণ সদস্যের মনোনয়ন বাতিল হয়ে যায় ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আমির খসরু গাজী বলেন, কালমা ইউনিয়নে একই পরিবারের তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তাদের মনোনয়ন বৈধও হয়েছে। তারাসহ অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যে বিজয়ী হবে তা মেনে নেবে বলে আশা করছি। তিনি আরো বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের আপিল করার সুযোগ রয়েছে।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল