১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় ফেরির গ্যাংওয়ে তলিয়ে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে ট্রলারযাত্রীরাও

বরগুনায় ফেরির গ্যাংওয়ে তলিয়ে যোগাযোগ বন্ধ - ছবি : নয়া দিগন্ত

জোয়ার ভাটার জেলা বরগুনা। বঙ্গোপসাগরের কোলঘেষে গড়ে ওঠা এ জেলার মানুষের দুর্ভোগ ও দুর্দশার এখন প্রতিদিনের সঙ্গী হয়ে গেছেন। অমাবশ্যার জোয়ারের প্রভাবে বরগুনার দুটি স্থানের ফেরির গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে দুই পাড়ে পাঁচ শতাধিক বাস ও ট্রাক আটকে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

এছাড়াও বড়ইতলা-বাইনচটকি, পুরাকাটা-আমতলীতে ট্রলার চলাচল স্বাভাবিক থাকলেও মোটরসাইকেল ও যাত্রী পারাপার হতে পানিতে ভিজে যেতে হচ্ছে। আজ সোমবার সকাল ১০টায় পুরাকাটা ফেরিঘাট গেলে এমন চিত্র দেখা যায়।

পূর্ণিমার প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার প্রধান তিনটি নদ-নদীতে জোয়ারের পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী-তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে তীরের বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্ণিমার প্রভাবে বিষখালী, পায়রা ও বলেশ্বরের মোহনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বরগুনা সদর উপজেলার অংশে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। রোববার দিনগত রাতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বিষখালী ও পায়রা নদীতে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

বড়ইতলা এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম রতন জানান, জোয়ারের পানিতে এখানকার বাড়িঘর তলিয়ে গেছে। এখন প্রতিদিনই সকাল-বিকেল দুইবার করে পানিতে ঘর তলিয়ে যাবে।

সামিউল আলিম নামের এক ট্রলার যাত্রী বলেন, সবসময়ই দেখি জোয়ারের পানি বাড়লে বরইতলা ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে পানিতে তলিয়ে থাকে। এই জায়গা দিয়ে যাতায়াত করলে দুর্ভোগের কোনো শেষ থাকে না। দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দুর্ভোগ থেকে যেন আল্লাহ তায়ালা রক্ষা করেন।

এ বিষয়ে বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দীন বলেন, এখানকার জোয়ারের পানির উচ্চতা অধিকতর, যে কারণে ফেরির গ্যাংওয়ে উপরে জাগিয়ে দিলে ভাটার সময়ে আবার গাড়ি পারাপারে দুর্ভোগ বাড়বে। তবে দ্রুত সময়ের মধ্যে পুরাকাটাও-বড়ইতলা ফেরিঘাট সংস্কারের জন্য কাজ শুরু করতে পারবো।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সকল