২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

- ছবি : নয়া দিগন্ত

বরগুনায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা কেন্দ্র দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় বরগুনা জেলা স্কুলের টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের জন্য করোনার টিকা দিতে কেন্দ্র স্থাপন করা হয় বরগুনা জেলা স্কুলে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত টিকা কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা গেছে।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় দুই শিক্ষার্থী অসুস্থ হলে তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে তথ্য জানেন না সিভিল সার্জন কর্তৃপক্ষ।

চালিতাতলা স্কুলের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ওমিক্রন প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা ১০০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ হলেও আমরা একটি টিকা কেন্দ্রে হাজার হাজার শিক্ষার্থী টিকা নিচ্ছি।

টিকেট কেন্দ্রের দায়িত্বে থাকা বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, জেলা স্কুল টিকা কেন্দ্রের শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করছি।

বিশৃঙ্খলা সৃষ্টিকারিরা পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বরগুনা সদর হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট এনামুল কবির বলেন, পর্যাপ্ত বুথ না থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি আমাদেরও বিপাকে পরতে হচ্ছে। আরো কয়েকটি বুথ থাকলে সহজে এবং দ্রুত টিকা দেয়া যেত।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফজলুল হক নয়া দিগন্তকে বলেন, বরগুনা জেলা স্কুলে একটাই শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ থাকায় আলাদা কেন্দ্র স্থাপন করা যাচ্ছে না। তবে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করবো।


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল