২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

পাথরঘাটায় সংঘবদ্ধ ডাকাতের হামলা, একজনকে কুপিয়ে জখম

এলাবাসীর হাতে ধৃত ডাকাত সুজন - ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় এক বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয় বলে খবর পাওয়া গেছে। পাথরঘাটা থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সংঘবদ্ধ ডাকাত দলের সুজন (২৮) নামে এক সদস্যকে আটক করে। তার বাড়ি রাজাপুর উপজেলার চারাপাড়া এলাকায়। তার বাবার নাম মোজাম্মেল হক।

গুরুতর আহত সোহেল (২৫) ও তার বড় ভাই মো: রাসেল (৩০) ও আটক ডাকাত সুজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সোহেলের মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে।

সোহেল ও রাসেল জানান, রাত আনুমানিক ৩টার দিকে বসত ঘরের সামনের দরজা ভেঙ্গে দেশীয় অস্ত্রসহ চারজন ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় বাধা দিলে সোহেলের মাথার উপর রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পরে রাসেলকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। তাৎক্ষণিক ঘরের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে একজন ডাকাতকে ধরতে পারলেও অপর তিনজন পালিয়ে যায়।

ডাকাতির ঘটনার কথা স্বীকার করে আটক সুজন বলেন, তার সাথে আরো তিন জন ছিল, তারা পালিয়ে গেছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জিএম আকবর বলেন, ডাকাতির ঘটনায় দু’জন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে সোহেলের মাথায় আঘাতে সেলাই দেয়া হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার বলেন, আটককৃত ডাকাত পুলিশের জিম্মায় চিকিৎসাধীন আছে, তদন্ত চলছে। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ইসরাইল সরকার ২০২৩ সালে মানবাধিকার লঙ্ঘন করেছে ; যুক্তরাষ্ট্র লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না চাল উৎপাদনে, কমছে মজুদ আরো ৩ দিনের তাপ সতর্কতা খরতাপে কাহিল জনজীবন উপজেলা নির্বাচনে এমপিরা মানছেন না দলীয় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ৫ দিনের সফরে আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন মুসলিমদের কটাক্ষ করে বক্তব্য দিয়ে তোপের মুখে মোদি কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তুরস্কের আহ্বান পঞ্চপল্লীর নির্মম হত্যাকাণ্ডের ভিডিও ফাঁস ঋণখেলাপি চিহ্নিতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

সকল