২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাথরঘাটায় সংঘবদ্ধ ডাকাতের হামলা, একজনকে কুপিয়ে জখম

এলাবাসীর হাতে ধৃত ডাকাত সুজন - ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় এক বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয় বলে খবর পাওয়া গেছে। পাথরঘাটা থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সংঘবদ্ধ ডাকাত দলের সুজন (২৮) নামে এক সদস্যকে আটক করে। তার বাড়ি রাজাপুর উপজেলার চারাপাড়া এলাকায়। তার বাবার নাম মোজাম্মেল হক।

গুরুতর আহত সোহেল (২৫) ও তার বড় ভাই মো: রাসেল (৩০) ও আটক ডাকাত সুজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সোহেলের মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে।

সোহেল ও রাসেল জানান, রাত আনুমানিক ৩টার দিকে বসত ঘরের সামনের দরজা ভেঙ্গে দেশীয় অস্ত্রসহ চারজন ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় বাধা দিলে সোহেলের মাথার উপর রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পরে রাসেলকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। তাৎক্ষণিক ঘরের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে একজন ডাকাতকে ধরতে পারলেও অপর তিনজন পালিয়ে যায়।

ডাকাতির ঘটনার কথা স্বীকার করে আটক সুজন বলেন, তার সাথে আরো তিন জন ছিল, তারা পালিয়ে গেছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জিএম আকবর বলেন, ডাকাতির ঘটনায় দু’জন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে সোহেলের মাথায় আঘাতে সেলাই দেয়া হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার বলেন, আটককৃত ডাকাত পুলিশের জিম্মায় চিকিৎসাধীন আছে, তদন্ত চলছে। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য

সকল