২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গলাচিপায় নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগ

- ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্টরা নিয়োগ প্রক্রিয়া বাতিল চেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সহকারী প্রধান শিক্ষক পদে দুই দফা নিয়োগ বিজ্ঞপ্তির পর গত ৫ ডিসেম্বর বাছাই কমিটির সভা করে পিছনের ২ ডিসেম্বরের তারিখ দেখিয়ে ১০ ডিসেম্বর নিয়োগের বাছাই পরিক্ষার তারিখ ঘোষণা করে অধ্যক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে এক আবেদনকারী সংবাদ কর্মীদের জানায় প্রতিষ্ঠানের পরিচালনা কামিটির মেয়াদ ১৬ ডিসেম্বর শেষ হবে। অধ্যক্ষ আগে সময় কালক্ষেপন করে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য তারাহুড়া করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাচ্ছেন।

উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো: মাহফিজুর রহমানকে একাধিক বার মুঠো ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

ওই বিদ্যালয়ের সভাপতি মো: হারুন অর রশিদ, অভিযোগের কথা শুনেছি, উপেজেলা নির্বাহী অফিসার আমাকে ডেকেছে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, অভিযোগের প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষকে ডাকা হয়েছে। আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement