১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় ভয়াবহ প্রতারণার অভিযোগ, এক যুবক আটক

বরগুনায় ভয়াবহ প্রতারণার অভিযোগ - ছবি : নয়া দিগন্ত

বরগুনায় চাকরি ও বাড়ি দেয়ার নামে টাকা নিয়ে প্রতারনা করছে এমন অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে প্রতারণার শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক হওয়া ইমরান হোসেন জসিম (৩৫) বরগুনা পৌর শহরের কেজি স্কুল সড়কের মৃত নাসির উদ্দিনের ছেলে। প্রতারনার শিকার সবুজ,কমল, মুক্তা জানান, প্রথমে তিনি আমাদের কাছে একটি বিদেশি এনজিওর উন্নয়নকর্মী বলে পরিচয় দেন এবং তার সাথে সরকারি উচ্চপদস্থদের যোগাযোগ আছে বলে জানান। পরে জানতে পারি, তিনি একজন প্রতারক। বহু মানুষের সাথে তিনি প্রতারণা করেছেন। চাকরি ও সরকারী ঘর দেওয়ার নামে তিনি আমাদের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তরিকুল ইসলাম নয়াদিগন্তকে বলেন, প্রতারণার অভিযোগে ইমরান হোসেন জসিম নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক প্রতারণা করার মামলা আছে। তাকে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হবে ।


আরো সংবাদ



premium cement