২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বেতাগীতে ৪ দিনের টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

- ছবি : নয়া দিগন্ত

পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে চার দিনের টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকা বরগুনার বেতাগীতে। বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ার শঙ্কায় বরগুনার বেতাগীর বিষখালী নদীসহ দেশের সকল সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

বরগুনার বেতাগীর বিষখালী নদী ও বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে।

উপকূলবাসী জানায়, রোববার থেকে বুধবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বরগুনা পানি উন্নয়ন বোর্ড ১৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলায়।

বরিশাল আবহাওয়া অফিস জানায়, উপকূলে আগামী ২-৩ দিন আকাশ মেঘাচ্ছন্নসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ দিকে টানা চার দিনের বর্ষণে তলিয়ে গেছে উপকূলের নিন্মাঞ্চলসহ বিস্তীর্ন এলাকা। বরগুনার বেতাগী পৌরসভাসহ উপজেলার নিম্নাঞ্চলের একাধিক মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

বেতাগী উপজেলা কৃষি অফিস জানিয়েছে, টানা বর্ষণের ফলে শীতকালীন আগাম সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে লাল শাক, পালন শাক, মুলা, লাউ, ফুলকপি, বাঁধাকপির ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

পানের বরজে পানি জমে গেছে। বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পানচাষি কৃষ্ণ কান্ত ঘরামী জানান, এমনিতেই বর্তমানের পানের দাম কম। এরই মধ্যে টানা বর্ষণে পানি জমে থাকলে পানপাতা পচন ধরবে এবং ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তিনি।

বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, এখনো দু-একদিনের মধ্যে বৃষ্টি কমে গেলে ফসলের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। তবে পানি জমে থাকলে শীতকালীন আগাম জাতের ফসলের পচন ধরবে।

মঙ্গলবার ও বুধবার সকাল থেকে টানা বর্ষণ থাকায় বাইরে খুব একটা লোকজনের বিচরণ দেখা যায়নি। খেটে খাওয়া দিনমজুররা পড়েছেন সবচেয়ে বিপাকে। পৌর শহরের রিকশাচালক বিমল প্রামানিক বলেন, এত বৃষ্টিতে রিকশা চালাইতে পারি না। অথচ সপ্তাহে তিনটি কিস্তি রয়েছে। টাকা না আয় করতে না পেরে সংসারের খাওয়া খরচ ও কিস্তি নিয়ে বড় বিপদে আছি।’


আরো সংবাদ



premium cement