২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পায়রা সেতু উদ্বোধন ২৪ অক্টোবর

পায়রা সেতু উদ্বোধন-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-মহা সড়ক
পায়রা সেতু উদ্বোধন ২৪ অক্টোবর - ছবি : নয়া দিগন্ত

দেশের প্রথম আধুনিক প্রযুক্তিতে তৈরী বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহা-সড়কের নান্দনিক পায়রা সেতু আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধন করবেন এবং ওই দিনই চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। গতকাল ১৮ অক্টোবর সড়ক বিভাগের এক পত্রের মাধ্যমে তথ্য জানা গেছে।

এ সেতু দিয়ে যান চলাচল শুরু হলে পদ্মার শরিয়তপুরের কাঁঠাল বাড়ি থেকে সরাসরি কুয়াকাটার সাথে প্রায় ২১৩ কিলোমিটার সড়কের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে।

এ সেতুটি দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে। এটির মাধ্যমে এখানকার অর্থনৈতিক সমৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ এবং সর্বোপরি আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। এ সেতুটি চালুর মাধ্যমে এ অঞ্চলের মানুষের স্বপ্ন ফেরিবিহীন যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ।

বরিশাল বিভাগের এ যাবতকালে নির্মিত সর্ববৃহৎ এ সেতুটি দিয়ে যান চলাচল শুরু হলে পটুয়াখালী-বরগুনা জেলাসহ উপকূলীয় ১০ উপজেলার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন।

দেখুন:

আরো সংবাদ



premium cement