২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

২৭ ডিমসহ বিষধর গোখরা সাপ উদ্ধার

- ছবি : সংগৃহীত

বরগুনা সদরে বসতবাড়ির বেডরুম থেকে ২৭টি ডিমসহ একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে বরগুনার ঢলুয়া ইউনিয়নের পূর্ব ঢলুয়া গ্রামের কামাল হোসেনের ঘরের বেডরুমের মেঝের মাটি খুঁড়ে এ সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামালের ঘরে সাপ ও বাচ্চা রয়েছে এমন খবর শুনে আমরা দেখতে যাই। ওঝা এসে ২৭টি ডিম ও বাচ্চা উদ্ধার করেছে। সাথে মা সাপটি ধরা হয়েছে। এলাকায় প্রায়ই এ প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। আশপাশে আরো সাপের বাচ্চাসহ বড় সাপও থাকতে পারে। বিষয়টা নিয়ে স্থানীয়রা সবাই আতঙ্কে আছে।

এ বিষয়ে ওঝা মালেক ফকির বলেন, উদ্ধার হওয়া মা সাপটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা। উদ্ধার হওয়া ডিমগুলোর মধ্যে বাচ্চা জন্মেছিল। দুই তিন দিনের মধ্যেই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ত। ইতোমধ্যে ৮টি ডিম ফুটে বাচ্চা সাপ বেড়িয়েছে। উদ্ধার হওয়া ডিমগুলোর সাথে একটি দুমুখো সাপের বাচ্চা পাওয়া গেছে। ওই বাচ্চা সাপসহ বাকি ২৬টি বাচ্চা, সাপ ও ডিম নষ্ট করে মাটি চাপা দেয়া হয়েছে। এই প্রজাতির সাপ একসাথে ১০ জনকে দংশন করে মেরে ফেলতে পারে।


আরো সংবাদ



premium cement