১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় কাগজের বাক্স থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় কাগজের বাক্সের ভেতর থেকে এক ফুটফুটে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানা সূত্রে জানায়, পাথরঘাটা পৌরসভার বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রসংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি কাগজের বক্স দেখতে পান স্থানীয়রা। এ নিয়ে তাদের সন্দেহ হয়। তারা বিষয়টি পাথরঘাটা থানায় জানানোর পরে পুলিশ এসে বক্সটি খোলে। পরে ভেতরে এক জীবিত নবজাতককে দেখতে পান তারা। এ সময় নবজাতকের মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিশুটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার জানান, প্রাথমিকভাবে নবজাতককে পুলিশ হেফাজতে হাসপাতালের শিশু কেয়ারে চিকিৎসা দেয়া হচ্ছে। তার পরিচয় নিশ্চিত হতে সব ধরনের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement