২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বরিশালে জমি নিয়ে বিরোধ, মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

- ছবি- সংগৃহীত

বিরোধপূর্ণ জমিতে ধান চাষ কেন্দ্র করে দেলোয়ার হোসেন তালুকদার (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় কুপিয়ে আহত করা হয়েছে নিহতের তিন ছেলে ও এক ছেলের স্ত্রীকেও। বৃহস্পতিবার বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই হামলা হয়।

নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার মৃত হাশেম তালুকদারের ছেলে। আহতরা হলেন- জুয়েল, সোহাগ ও বিপ্লব এবং রোজিনা বেগম। তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, প্রতিবেশী আজগর ও জলিল সিপাহীদের সাথে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে নতুন করে বিরোধে জড়ায় দুই পরিবার। এর জের ধরে বৃহস্পতিবার আজগর ও জলিল সিপাহীসহ তাদের পরিবারের ৮-১০ জন মিলে দেলোয়ার হোসেন তালুকদার ও তার পরিবারের লোকেদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দেলোয়ার হোসেনসহ পাঁচজনকে তারা রামদা ও টেটা দিয়ে এলোপাথারী কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা: মাহাবুবর রহমান বলেন, হামলায় গুরুতর আহত পাঁচজনকে দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আরশাদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরো জানান, অভিযুক্তরা ঘটনার পর পরই এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশের একটি চৌকস টিম গঠন করে দেয়া হয়েছে। তারা অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নেমেছে। আশা করছি খুব শিগগিরই অভিযুক্তরা গ্রেফতার হবে।


আরো সংবাদ



premium cement
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন যারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের নিজ দেশে ৫ বছর পর ফিরল দিপক চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগঠন মজবুত করতে হবে : শামসুল ইসলাম ইউরো ২০২৪’কে সামনে রেখে দল নির্বাচনে বিপাকে সাউথগেট ভারতীয় পণ্য বর্জনকে যে কারণে ন্যায়সঙ্গত বললেন রিজভী মাকে ভরণ-পোষণ না দেয়ায় শিক্ষক ছেলে গ্রেফতার প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিরাপত্তা-বিষয়ক আলোচনা করতে উত্তর কোরিয়ায় রুশ গোয়েন্দা প্রধান

সকল