১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

মুক্তিযোদ্ধা ছিলেন বাবা, তালিকায় মেয়ের নাম

মুক্তিযোদ্ধা তালিকায় বাবার পরিবর্তে মেয়ের না -

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পরিবর্তে মেয়ে সালমা বেগমের নাম গেজেট ভুক্ত হয়েছে। ১৯৯৬ সালে আবুল কালাম আজাদ মারা গেলে তার ভাতাদি তোলার দায়িত্বপান স্ত্রী হাওয়া বেগম। ২০১৪ সালে তিনিও ইন্তেকাল করেন। আবুল কালাম আজাদ ও হাওয়া বেগমের দুই ছেলে ও দুই মেয়ের সিদ্ধান্ত মোতাবেক সালমাকে নমিনি করে ভাতাদি তোলার দায়িত্ব দেয়া হয়।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত তালিকায় বাবার নামের পরিবর্তে সালমা বেগমের নাম তালিকা ভুক্ত হয়।

বিষয়টি সম্পর্কে সালমা বেগম সাংবাদিকদের জানান, গেজেট প্রকাশের আগে উপজেলা সমাজ সেবা অফিস আমার কাছ থেকে কাগজ-পত্র নিয়ে ছিল। নাম তালিকা ভুক্ত হওয়ার বিষয় তারা বলতে পারবেন।

নেছারাবাদ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, একজন অফিস সহকারী দিয়ে কাজ চলছে, ভুল হতে পারে। তবে সংশোধনের সুযোগ থাকলে সংশোধন করা হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: সাখাওয়াত হোসেন বলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ৭১ রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ করেছেন। তিনি ইন্তেকাল করেছেন প্রায় ২৪ বছর। কার ভুলে গেজেটে তার মেয়ের নাম অন্তর্ভুক্ত হয়েছে জানি না।


আরো সংবাদ



premium cement