২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইউপি নির্বাচন : আ’লীগের দু’গ্রপের সহিংসতায় আহত ৩০

ইউপি নির্বাচন : আ’লীগের দু’গ্রপের সহিংসতায় আহত ৩০ - ছবি : নয়া দিগন্ত

বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গুরুতর অবস্থায় দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় ১৪টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

শনিবার বেলা ১২টার দিকে ৫ নম্বর ইউনিয়নের নয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানকে সাথে নিয়ে রামরা বাজারের দিকে যাচ্ছিলেন নৌকার প্রার্থী মুজিবুল হক কিসলু। এ সময় হঠাৎ গতিরোধ করে নয়া বাজার এলাকায় তাদেরকে ঘেরাও করে দেশীয় অস্ত্র রামদা, ছেনা, টেটা ও বল্লম নিয়ে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। হামলায় ৩০ জন আহত হয়েছে। ১৪টি মোটরসাইকেল ভাংচুর এবং দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, যাতে কেউ জীবন নিয়ে পালাতে না পারে তাই হামলা চালানোর আগে নয়াবাজার ব্রিজের স্লিপার উঠিয়ে ফেলে হামলাকারীরা।

এ সময় নৌকার সমর্থক মজনু শরীফ ও হেলাল শরীফের মাথায় এলোপাথাড়ি কোপাতে শুরু করে তারা। টোটা নিক্ষেপ করে মাথায়। মজনু ও হেলালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম মিলন বলেন, আমরা জানতে পেরেছি নির্বাচনী নিয়ে হামলার ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে, আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল