১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

যাচাই-বাচাইয়ের নামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দেয়া লজ্জাজনক

বান্ববন্ধনে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা - ছবি নয়া দিগন্ত

বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান বলেন, স্বাধীনতার ৫০ বছর পর মুক্তিযোদ্ধা যাচাই বাচাইয়ের নামে প্রকৃত ৪০ মুক্তিযোদ্ধাকে বাদ দেয়া হচ্ছে। যা জাতীর জন্য লজ্জা জনক ও হয়রানিও বটে।

রোববার সকালে উপজেলা পরিষদের চত্বরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই যাচাই কমিটিকে অবিলম্বে বাতিল করে বিধি অনুসারে নতুন কমিটি গঠন করে সঠিক ভাবে নাম সংযুক্ত করতে হবে।

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ভাতাপ্রাপ্ত ৪০ জন প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি ও যাচাই তালিকায় নাম না রাখার প্রতিবাদে মানববন্ধন করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

মানববন্ধনের আয়োজন করেন যাচাই-বাচাইয়ে নামঞ্জুর ও দ্বিধাবিভক্ত তালিকায় নাম না থাকা মুক্তিযোদ্ধারা।

এতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ: খালেক ভূইয়া, আ: জলিল মাস্টার, মুক্তিযোদ্ধা সন্তান ফারজানা শারমীন ও শারমীন জাহান।

এ সময় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়ে বক্তব্যে দেন।


আরো সংবাদ



premium cement