১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

বরগুনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা - ফাইল ছবি

বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে পূর্ব কেওরাবুনিয়া গ্রামে শাহ জালাল নামের ৩২ বছরের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শাহ জালাল একই এলাকার মৃত আবদুর রব খানের ছেলে।

শাহ জালালের মা কুলসুম বেগম জানান, শুক্রবার জোহর নামাজের পরে শাহ জালালের ঘরের দিকে তাকালে তাকে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। গত বছর শাহ জালাল তার বাবা আবদুর রবকে পিটিয়ে হত্যা করেছে। শাহ জালাল দীর্ঘ ১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। শাহ জালালের চার ভাই। কিন্তু তারা কেউ বাড়িতে থাকেন না।

শাহ জালালের মা কুলসুম বেগম আরো বলেন, তার মৃত্যুর জন্য আমি কাউকে দায়ী করি না।

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো: শহিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement