২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাঙ্গাবালীতে লকডাউনে কাজ হারিয়ে শ্রমিকের আত্মহত্যা

রাঙ্গাবালীতে লকডাউনে কাজ হারিয়ে শ্রমিকের আত্মহত্যা - ছবি- সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫৫ বছরের এক শ্রমিক আত্মহত্যা করেছেন। লকডাইনে কাজ না থাকায় অসুস্থ হয়ে চিকিৎসা করাতে না পেরে তিনি শুক্রবার রাতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামে বনের ভেতর থেকে কেওড়া গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

মৃত মো: আনোয়ার হাওলাদার (৫৫) ওই গ্রামের মৃত নাদুরুজ্জামানের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জে একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন। সারাদেশে লকডাউনের কারণে কাজ না থাকায় তিন দিন আগে বাড়ি চলে আসেন তিনি। বাড়িতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। টাকার অভাবে ডাক্তার দেখাতে না পেরে মনের কষ্টে বনের ভেতরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement