১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ক্ষেতের ধান খাওয়ায় ৩৩টি বাবুই ছানা পুড়িয়ে মারল জমির মালিক

ক্ষেতের ধান খাওয়ায় ৩৩টি বাবুই ছানা পুড়িয়ে মারল জমির মালিক - ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ক্ষেতের ধান খাওয়ায় প্রায় ৩৩টি বাবুই পাখির ছানাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে জমির মালিকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের জালাল সিকদারের জমির ধান খাওয়ায় তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনে থাকা তাল গাছে বাবুই পাখির বাসায় বাঁশের মাথায় কাপড় পেঁচিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে বাসার ভেতরে থাকা প্রায় ৩৩টি বাবুই ছানাকে।

স্থানীয় জুলহাস মল্লিক বলেন, নিষ্ঠুর এই ঘৃণ্য কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগে। বাবুই পাখিরা নাকি তার জমির ধান খেয়ে ফেলে তাই তাদের এভাবে পুড়িয়ে মারা হলো।

এলাকার পাখি প্রেমী অভিজিৎ বলেন, শনিবার ঝালকাঠি বনবিভাগকে জানানো হয়েছে।

এ ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।

এ ব্যাপারে ঝালকাঠি সদর উপজেলার বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েছি, এটা যদিও খুলনা বন ও বন্যপ্রাণী বিভাগের আওতায়। আমাদের ঝালকাঠি অফিস হলো সামাজিক বন বিভাগের। তবুও আমি ঘটনার ব্যাপারে খোঁজখবর নিবো।’


আরো সংবাদ



premium cement