২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পুটখালী সীমান্ত থেকে ১৫টি সোনার বারসহ আটক ১

পুটখালী সীমান্ত থেকে ১৫টি সোনার বারসহ আটক ১ - ফাইল ছবি

যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কেজি ওজনের ১৫টি সোনার বারসহ রানা হামিদ (২৬) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।

আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের আব্দুল গফফারের ছেলে।

বিজিবি জানায়, তারা জানতে পারে যে বেনাপোল বাজার থেকে সোনার চালান নিয়ে অগ্রভুলোট সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য পাঁচভুলোট গ্রামের একটি চায়ের দোকানে অপেক্ষা করা হচ্ছে। এমন গোপন সংবাদে পাঁচভুলোট গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন রানা হামিদকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে তিনটি প্যাকেটে মোট ১৫টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন এক কেজি ৭৫০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর এলাহী সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনার বারসহ আটক আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement