২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় আ’লীগ প্রার্থীর সমর্থক ও বর্তমান চেয়ারম্যানকে মারধর, অস্ত্রসহ গ্রেফতার ১

বরগুনায় আ’লীগ প্রার্থীর সমর্থক ও বর্তমান চেয়ারম্যানকে মারধর, অস্ত্রসহ গ্রেফতার ১ - ছবি : নয়া দিগন্ত

বরগুনার সদর উপজেলার পাঁচ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়ন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও বর্তমান চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ উঠেছে আ’লীগের বিদ্রাহী প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান খন্দকার আশশাকুর রহমানকে মারধর ও হামলার অভিযোগে দেশীয় অস্ত্রসহ এনামুল হক মিলন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যানের ছোট ভাই মোশারফ হোসেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বর্তমান চেয়ারম্যান আশশাকুর রহমান ফিরোজ পূর্ব কেওরাবুনিয়া নামক এলাকায় গেলে বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেনের মামাত ভাই ফয়সাল তার দলবল নিয়ে আক্রমণ করে। এতে বর্তমান চেয়ারম্যান গুরুতর আহত হয়। কিছুক্ষণ পরে প্রায় অর্ধ শতাধিক সন্ত্রাসী বাহিনী পূর্ব কেওরাবুনিয়া গ্রামের একটি বাজারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে বিদ্রোহী প্রার্থীর মামাত ভাই মিলনকে দেশীয় অস্ত্র টোটাসহ গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বর্তমান চেয়ারম্যান ও তার সমর্থকদের ওপর ধাধালো অস্ত্র দিয়ে হামলা চালায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ সময় তাদের হামলায় বর্তমান চেয়ারম্যানসহ তার কয়েকজন কর্মী গুরুতর আহত হয়। একপর্যায়ে মোশারফ হোসেনের সমর্থকরা দোকান ও বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়।

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু বলেন, ‘স্বতন্ত্রপ্রার্থী মোশারফ হোসেন সকাল ১০টার দিকে পূর্ব কেওরাবুনিয়া বসে বর্তমান চেয়ারম্যানসহ আমার (নৌকা) সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায় পূর্ব কেওরাবুনিয়া গ্রামে দোকান, বাড়িঘর ভাংচুর করে। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গাল মন্দ করেন। স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত স্বতন্ত্রপ্রার্থী মোশারফ হোসেন বলেন, ‘রাতে আমার কর্মীদের হামলার অভিযোগে বর্তমান চেয়ারম্যান ফিরোজ খন্দকারকে ও নৌকার কর্মীদের ওপর আমার লোকজন হামলা করেছে।’

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলুর সমর্থকদের ওপর হামলার কথা শোনার সাথে সাথে সেখানে আমি আমার ফোর্স পাঠিয়েছি। এ সময় মিলন নামের একজনকে দেশীয় টোটাসহ গ্রেফতার করেছি। আওয়ামী লীগ প্রার্থী একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।’


আরো সংবাদ



premium cement