২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইজিবাইক কিনে না দেয়ায় স্ত্রীকে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

ইজিবাইক কিনে না দেয়ায় স্ত্রীকে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীতে যৌতুক না দেয়ায় স্ত্রী সুমাইয়াকে হত্যা করেছে স্বামী কাওছার। এলাকাবাসী হত্যাকারী কাওছারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মৃত সুমাইয়ার মা শাহিনুর বেগম কান্নায় ভেঙ্গে পড়েন।

তিনি বলেন, যৌতুকের জন্য আমার মেয়েকে বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছিল কাওছার। ২১ মার্চ রাতে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন মৃত সুমাইয়ার স্কুল সহপাঠি ইভা ইয়াসমিন ও খলিসাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন।

সুমাইয়ার প্রতিবন্ধী বাবা মো: কালাম হাং বলেন, মেয়েটা আমার মেধাবী ছিল। খলিসাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসিতে ৪.৫০ পেয়েছে। আর্থিক সঙ্কটের কারণে কলেজে পড়াতে পারিনি। তাই বিয়ে দিয়েছি। বিয়ের পর থেকেই আমার মেয়েকে অনেক নির্যাতন করত। আমাদের অবস্থা ভেবে তেমন কিছু বলত না সুমাইয়া। নীরবে সহ্য করত। কাওছার যখন যা চাইছে আমি তাই দিয়েছি তারপরও এরকম হবে স্বপ্নেও ভাবিনি। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।


আরো সংবাদ



premium cement