২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রাঙ্গাবালীতে ৭০০ পরিবারকে সহায়তা কার্যক্রম শুরু

রাঙ্গাবালীতে ৭০০ পরিবারকে সহায়তা কার্যক্রম শুরু - ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাত শ’ পরিবারের জীবন-জীবিকা পুনরুদ্ধারে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। সোমবার বিকেলে উপজেলার বাহেরচর বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সির (এসডিএ) বাস্তবায়নে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নে ৩৬৮ এবং ছোটবাইশদিয়া ইউনিয়নে ৩৬৮ ক্ষতিগ্রস্ত দুস্থ-অসহায় পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। আনুষ্ঠানিকভাবে সোমবার বিকেলে রাঙ্গাবালী ইউনিয়নের ৫০ পরিবারের হাতে এ সহায়তা তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাশফাকুর রহমান। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান মো: সাইদুজ্জামান মামুন।

সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে তালিকাভুক্ত ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হবে।


আরো সংবাদ



premium cement

সকল