২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় গর্ভবতী গাভী জবাই

-

বরগুনার তালতলীতে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগ উঠেছে জালাল কসাই নামে এক গোশত বিক্রেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে তালতলীর মাছবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোশত বিক্রেতা জালাল কসাই বৃহস্পতিবার বাজারে গরু জবাই করলে উপস্থিত জনতা গাভীটির পেটে বাচ্চা দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, অসাধু গোশত বিক্রেতা জালাল কসাই ইতোপূর্বে অনেকবার প্রশাসনের নাকের ডগায় গর্ভবতী গাভী জবাই ও পচা গোশত বিক্রি করে আসছেন।

নিয়মানুযায়ী গাভী জবাইয়ের আগের দিন ভেটেরিনারি ডাক্তার দিয়ে পশু পরীক্ষার নিয়ম জালাল কসাই কখনো মানেন না বলে স্থানীয়দের অভিযোগ।

এ ব্যাপারে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান কোনো বক্তব্য দেননি। 


আরো সংবাদ



premium cement