১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
কলাপাড়া পৌর নির্বাচন :

কলাপাড়ায় স্বতন্ত্রপ্রার্থীর কর্মীকে কুপিয়েছে নৌকা সমর্থকরা

কলাপাড়ায় স্বতন্ত্রপ্রার্থীর কর্মীকে কুপিয়েছে নৌকা সমর্থকরা - নয়া দিগন্ত

পটুয়াখালীর কলাপাড়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীকে কুপিয়েছে নৌকার সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের কুমারপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ওই কর্মীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

আহত ওই কর্মীর নাম রাকিবুল ইসলাম দীপ্ত (২৫)। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে দীপ্ত মোটরসাইকেল নিয়ে শহরে এসেছিলেন। তার মোটরসাইকেলটি শহরের কুমারপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছার পর শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ ও তার সহযোগী ছাত্রলীগ কর্মী আলিফ মাহমুদ রুদ্রর নেতৃত্বে পাঁচ থেকে সাতজনের একটি গ্রুপ চাপাতি দিয়ে কুপিয়ে দীপ্তকে গুরুতর জখম করে। ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী, বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সম্পাদক বিপুল চন্দ্র হাওলাদার বলেন, ’আমার নির্বাচনী প্রচারণা এখনো শুরু হয়নি। এ ছাড়া এ ঘটনার সাথে আমার কোনো কর্মী-সমর্থক জড়িত নয়।’

তবে এ বিষয়ে শহর আওয়ামী লীগের সম্পাদক ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি (স্বতন্ত্রপ্রার্থী) দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, ’নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগীরা চাপাতি দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে আমার সমর্থক দীপ্তকে গুরুতর জখম করেছে।’

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: অনুপ কুমার সরকার বলেন, ’দীপ্তর মাথা, ঘাড় ও হাতে পাঁচটি ধারালো অস্ত্রের জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় অভ্যন্তরীন কোন্দলের জেরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


আরো সংবাদ



premium cement