২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
পাথরঘাটা পৌর নির্বাচন :

স্বতন্ত্রপ্রার্থীর ওপর ছাত্রলীগের হামলা

স্বতন্ত্রপ্রার্থীর ওপর ছাত্রলীগের হামলা - নয়া দিগন্ত

বরগুনা পাথরঘাটা পৌর নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল। মঙ্গলবার বিকেলে তার গণসংযোগে অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগ। প্রথম হামলার এক ঘণ্টার মাথায় আবারো সোহেলের বসত-বাড়িতে হামলা ও ভাংচুর করে ছাত্রলীগের একটি গ্রুপ। এ সময় ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল। এ ঘটনার ছবি তোলার সময় দুই সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনতাই করে ছাত্রলীগ কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে কলেজ সড়ক এলাকায় স্বতন্ত্র মেয়র প্রর্থীর ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলায় স্বতন্ত্রপ্রার্থী (নারিকেল গাছ মার্কা) মোস্তাফিজুর রহমান সোহেলসহ অর্ধশতাধিক লোক গুরুতর আহত হয়েছে। এ হামলার এক ঘণ্টা পরেই মোস্তাফিজুর রহমান সোহেলের ঘর-বাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করেছে নৌকা সমর্থকরা।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ বলেছেন, ‘আমার ভাই স্বতন্ত্রপ্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল গণসংযোগ করতে গেলে সেখানে তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আকনের লোকজন ও ছাত্রলীগের সদস্যরা। তারপর সেখান থেকে পুলিশ এসে আমাদের লোকজনকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে। আমার ভাইয়ের জীবনের নিরাপত্তার জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ হামলার এক ঘণ্টার মাথায় ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসী বাহিনী আবারো আমার ঘর-বাড়ি, সিসিটিভি ক্যামেরা, মাইক ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করেছে তারা।’

এ ব্যাপারে বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গির মল্লিক বলেন, হামলার ঘটনায় পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর রিটার্নিং কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, ‘আমি হামলার কথা শোনার পরে পুলিশকে অবহিত করলেও তারা আমাকে প্রটেকশন না দেয়ায় আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারিনি।’


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল